লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে; অসুস্থ হয়েছেন আরও দুইজন।

লক্ষ্মীপুর  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 06:01 PM
Updated : 9 Sept 2020, 06:01 PM

সদর থানার পরিদর্শক মো. মোসলেহ উদ্দিন জানান, বুধবার দুপুরে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহুরী এলাকায় তারা মারা যান।

তাদের নাম ওমর ফারুক ও কামাল হোসেন বলে জানালেও পুলিশ ঠিকানা বলতে পারেনি।

এলাকাবাসী জানান, ওই এলাকার ইউসুফ চৌধুরী বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে যান শ্রমিকরা। প্রথমে কামাল ভেতরে নামেন। তার সাড়া না পেয়ে নামেন ওমর। তারও সাড়া না পেয়ে সোহাগ ও ইউসুফ ভেতরে নামেন। পরে আশপাশের লোকজন টের পেয়ে দুইজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুইজনের লাশ উদ্ধার করেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, ট্যাংকের গ্যাসে দুইজনের  মৃত্যু হতে পারে। অন্য দুইজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক মোসলেহ উদ্দিন বলেন, দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।