কুমিল্লায় হত্যা মামলায় যুবদল কর্মীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় যুবদল কর্মী এসএম তৌহিদ ইসলাম সোহেল হত্যা মামলায় আরেক যুবদল কর্মী আহসান হাবিব মিঠুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 09:02 AM
Updated : 9 Sept 2020, 09:27 AM

বুধবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আহসান হাবিব মিঠু নগরীর রেইসকোর্স এলাকার কদম আলীর ছেলে।  

মিঠু রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন. ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর দুপুরে নগরীর রেইসকোর্স এলাকার লাইট অব বেঙ্গল হোটেলে বিএনপি নেত্বার্ধীন ১৮ দলীয় জোটের অনুষ্ঠান চলছিল।

এ সময় যুবদলকর্মী আহসান হাবিব মিঠুর সঙ্গে এস এম তৌহিদ সোহেলের হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ওইদিন বিকালে রেইসকোর্স এলাকায় সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয।

পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোহেলের স্ত্রী বদরুন্নাহার লুনা বাদী হয়ে মিঠুকে প্রধান আসামি করে ২ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ওই বছরের ১৪ ডিসেম্বর পুলিশ আদালতে তিনজনের নামে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।