নেত্রকোণায় ট্রলারডুবি, ১০ লাশ উদ্ধার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে দুই নৌযানের সংঘর্ষের পর একটি যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 06:17 AM
Updated : 10 Sept 2020, 08:56 AM

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপেজেলার বরখাপন ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নেত্রকোণার গুমাই নদী, ফাইল ছবি

নেত্রকোণার ডিসি কাজী মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পর্যন্ত দশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন।”

স্থানীয়রা বলছেন, নদীতে বালুবোঝাই একটি ট্রালারের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকে ট্রলারের সঙ্গেই ডুবে যান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেন।

এ পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে জানিয়ে পুলিশ বলেছে, সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নেত্রকোণার ছাকুরাকোণাগামী ওই ট্রলারে ৪০ থেকে ৪৫ যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মারা গেছেন- সুনামগঞ্জের মধ্যনগর থানার কামাউড়া গ্রামের আল মুজাহিদ (৩), টুপ্মা (৪), জাহিদ (আড়াই বছর), অনিক (৫), রাকিবুজ্জামান (২), মজিদা বেগম (৫১), সুলতানা (৪০), লাকী বেগম (৩০), লুৎফুন্নাহার (২৫) ও নেত্রকোণা সদর উপজেলার মেদনী গ্রামের হামিদা বেগম (৫০)।

এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নেত্রকোণার ডিসি কাজী মো. আবদুর রহমান।