রাঙামাটিতে গুলি করে বৃদ্ধকে হত্যা

রাঙামাটির এক দুর্গম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 06:48 PM
Updated : 8 Sept 2020, 06:48 PM

মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের রাবারবাগান এলাকার সমাজকল্যাণ যাত্রী ছাউনির পাশে এক চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সুরেশ কান্তি চাকমা (৬৫) স্থানীয় ওই চায়ের দোকানটি পরিচালনা করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন জানিয়েছেন, রাবারবাগানের ওই চায়ের দোকানে বসা অবস্থায় রাত ৮টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিক এসে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে তার শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, নিহতের কোনো রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

এমন ঘটনা ঘটাতে পারেন তেমন কোনো তথ্যও পুলিশের কাছে ছিল না বলেন এ কর্মকর্তা।

ওসি সাব্বির বলেন, “আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। ময়না তদন্তের জন্য লাশ রাঙামাটি পাঠানো হবে।

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলকান্তি চাকমা জানিয়েছেন, ঘটনা শুনলেও দুর্গম এলাকা বলে বিস্তারিত জানতে পারেননি।

রাঙামাটির নানিয়ারচর উপজেলা ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি সাক্ষরিত হওয়ার পর থেকেই চুক্তিবিরোধী ইউপিডিএফ এর নিয়ন্ত্রণে ছিল। তবে বছর পাঁচেক আগে জনসংহতি সমিতি থেকে ভেঙে গঠিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএনলারমা) এবং ইউপিডিএফ ভেঙে গড়া ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই এলাকায় প্রভাবশালী।