মসজিদে বিস্ফোরণের প্রতিবেদন বৃহস্পতিবার: প্রশাসনের তদন্ত প্রধান
নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2020 09:52 PM BdST Updated: 08 Sep 2020 09:52 PM BdST
নারায়ণগঞ্জ শহরে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দুই দিন ধরে গণশুনানির পর জেলা প্রশাসনের তদন্ত কমিটির আগামী বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেবে বলেছে।
সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে সাক্ষ্য গ্রহণ করা হয়। এ নিয়ে ৪৩ জন সাক্ষ্য দিলেন।
গণশুনানি শেষে সন্ধ্যার দিকে তদন্ত কমিটি বিস্ফোরণস্থল বাইতুস সালাত জামে মসজিদ পরিদর্শন করেন এবং তিতাস গ্যাসের লিকেজ সন্ধানে মাটি খনন কাজ ঘুরে দেখার সময় তদন্ত কমিটি প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববি সাংবাদিকদের এ কথা জানান।

সোম ও মঙ্গলবার গণশুনানি হওয়া কথা তুলে খাদিজা তাহেরী ববি বলেন, গত দুই দিন গণশুনানি করা হয়েছে। মঙ্গলবারের শুনানিতে আরও ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
“আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।”
পাঁচ কার্যদিবসের মধ্যে এ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের এ বিস্ফোরণের পর সোমবার মাটি খুঁড়ে তিতাস কর্মীরা দেখেছেন, মসজিদের বর্ধিত অংশ তাদের গ্যাস লাইনের উপর নির্মাণ করা হয়েছে। অন্যদিকে তিতাসের পাইপলাইনে দুটি ছিদ্র বের হওয়ার পর তিতাসের চার কর্মকর্তাসহ আট জনকে সাময়িক বরখাস্ত করাও হয়েছে।
এ বিস্ফোরণে মসজিদের ৬টি এসি জ্বলে পুড়ে গেছে। জানালার কাচ বিস্ফোরণে উড়ে গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে।
-
টাঙ্গাইলে ইউনিয়ন আ. লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৪
-
ফরিদপুরে বাস উল্টে নিহত ৪
-
বিয়ের শর্তে ধর্ষণ মামলার আসামি চিকিৎসকের জামিন
-
মৌলভীবাজারে বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোটো ভাই গ্রেপ্তার
-
নোয়াখালীতে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
-
কুড়িগ্রামে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯
-
কুষ্টিয়ায় ১২টি অবৈধ ইটভাটা থেকে জরিমানা আদায়
-
যশোরে শিশু অপহরণের অভিযোগ
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- করোনাভাইরাস: এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সবচেয়ে কম