চাঁদপুরে আমদানি বেড়েছে ইলিশের

মৌসুমের মাঝামাঝি এসে চাঁদপুরে ইলিশের আমদানি বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 12:53 PM
Updated : 8 Sept 2020, 12:55 PM

জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শবে বরাত বলেন, সম্প্রতি ইলিশের আমদানি বেড়ে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। পাইকারি বাজারে কর্মচাঞ্চল্য বেড়েছে অনেক।

তিনি বলেন, “মৌসুমের শুরুতে ইলিশ না পাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল। এখন আমদানি বেড়েছে। আমদানি বৃদ্ধি অব্যাহত থাকলে আমরা লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারব বলে আশা করি।”

চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে গিয়ে দেখা গেছে, নৌকা ও ট্রাকে করে মাছ নিয়ে আসছেন জেলেরা। এতে জমে উঠেছে মাছের হাট।

বিক্রেতারা জানান, মৌসুমের শুরু থেকে ইলিশের দেখা না পেলেও এখন জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।

আমদানি বেড়ে যাওয়ায় দামও কমেছে বলে ক্রেতারা জানিয়েছেন।

আনিসুর রহমান নামে এক ব্যক্তি বলেন, “বছরের অন্য সময়ের চেয়ে বর্তমানে ইলিশের দাম তুলনামূলক কম। এতে করে আমরা ইলিশের স্বাদ নিতে পারছি।”

বাজার ঘুরে দেখা গেছে, ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়, ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা। এক কেজির ইলিশ ৭৫০ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দরে।