করোনাভাইরাস: সাতক্ষীরায় ২ নারীর মৃত্যু

সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত এক নারী আর উপসর্গ নিয়ে আরও এক নারী মারা গেছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 11:01 AM
Updated : 8 Sept 2020, 11:01 AM

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তারা মারা যান বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, দুই নারীর বয়স ৪৮ ও ৬৫ বছর। তাদের বাড়ি তালা উপজেলা ও সদর উপজেলায়। তালা উপজেলার এই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ অগাস্টষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১টার দিকে তিনি মারা যান।

তত্ত্বাবধায়ক বলেন, আর সদর উপজেলার গোয়ালপোতা গ্রামের এক নারী এসেছিলেন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে। তাকে গত ২ সেপ্টেম্বর নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও এখনও প্রতিবেদন পাওয়া যায়নি।

জেলায় করেনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩১ জন আর উপসর্গ নিয়ে আরও অন্তত ৯২ জন মারা গেছেন বলে জেলার সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান।