বেনাপোল বন্দরে দুই সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির অভিযোগে দুটি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছেন শুল্ক কর্তৃপক্ষ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 08:52 AM
Updated : 7 Sept 2020, 08:52 AM

সোমবার বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার উত্তম চাকমা লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিমু এন্টারপ্রাইজ ও সানি এন্টারপ্রাইজ নামে দুটি সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। 

তিনি বলেন, “এই দুই সিএন্ডএফ লাইসেন্সের মাধ্যমে মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য চালানের শুল্ক ফাঁকি দিয়ে বন্দর থেকে ছাড় করানোর চেষ্টা করে।

গোপন সংবাদে শুল্ক ফাঁকির এমন ঘটনা নিশ্চিত হওয়ার পর শুল্কবিভাগ পণ্য চালানটি আটক করে।পরে অনুসন্ধানে কাগজ পত্র যাচাই বাছাই করে শুল্ক ফাঁকির অভিযোগ প্রমানিত হয়।

“তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে শুল্কফঁকির অর্থ আদায় ও সাময়িক ভাবে লাইসেন্স বাতিল করা হয়।”

উত্তম চাকমা বলেন, বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির সঙ্গে জড়িত থাকায় সম্প্রতি ১০সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে এনবিআর। ইতোমধ্যে মংলা কাস্টমসের কমিশনার হোসেন আহম্মদের নেতৃত্বে তদন্ত কমিটি বিষয়টি অনুসন্ধান করছে।