গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি: প্রতিবেদন দিয়েছে কমিটি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। 

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 05:51 AM
Updated : 7 Sept 2020, 05:51 AM

তদন্ত কমিটির সকল সদস্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদের কাছে রোববার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।

তদন্ত কমিটির প্রধান মো. আব্দুল কুদ্দুস মিয়া এ সময় সাংবাদিকদের বলেন, “আমরা ৭ সদস্য সফলভাবে তদন্ত কাজ সম্পন্ন করেছি। এ প্রতিবেদনের আলোকে প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে বলে আশা করছি। চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি ইতোমধ্যে উদ্ধার হয়েছে; বাকি ১৫ টি কম্পিউটারও উদ্ধার হবে।“

গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়। পরে পুলিশ ঢাকার একটি হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করে ।

এ ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।