ফেনীতে ৬ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

ফেনীতে মোটর সাইকেলে করে ইয়াবা পাচারের সময় ছয় হাজারের বেশি ইয়াবাসহ মোটর সাইকেল আরোহী দুই যুবককে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 04:29 AM
Updated : 7 Sept 2020, 04:29 AM

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, সদর উপজেলার লালপুল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বিকালে তাদের আটক করা হয়।

এরা হলেন- নাটোর জেলার বাগাতিপাড়ার দিয়ার মসুরী এলাকার মাউদ আলীর ছেলে মজনু আলী (৩৮) ও নেত্রকোণা জেলার পূর্বধলার গলাকান্দার আবদুল হালিমের ছেলে মো. হক মিয়া (৩০)।

র‌্যাব কর্মকর্তা তুষার জানান, মাদকদ্রব্য নিয়ে চট্টগ্রামের দিক থেকে মোটর সাইকেলে করে কিছু লোক ঢাকার দিকে যাচ্ছে খবরে ফেনীর লালপুল এলাকায় অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। এ সময় একটি মোটর সাইকেলকে থামার জন্য সংকেত দিলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব ধাওয়া দিয়ে মোটর সাইকেলটি আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটর সাইকেলটি তল্লাশির এক পর্যায়ে সিটের নিচ থেকে ৬ হাজার ৩১৫টি ইয়াবা উদ্ধার করে র‌্যাব এবং মজনু ও হক মিয়াকে আটক করে। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ ৫৭ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়ের করে রাতেই ফেনী মডের থানায় হস্তান্তর করেছে র‌্যাব।