বগুড়ায় ভাংচুর মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মী কারাগারে

বগুড়ায় জাতীয় পার্টির নির্বাচনী ক্যাম্প ভাংচুরের মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 12:53 PM
Updated : 6 Sept 2020, 12:53 PM

রোববার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আছমা আহাম্মেদ এ আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল বাছেদ জানান,  প্রায় পাঁচ মাস আগে পুলিশ ৪১ জনকে আসামি করে তদন্ত রিপোর্ট দেয় আদালতে।

ওই মামলায় রোববার ৩৮ জন আসামিকে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা না মুঞ্জুর করে কারাগারে পাঠায় বলে জানান।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২২ ডিসেম্বর বগুড়ার শিবগন্জ থানার চৌকির ঘাটে জাতীয় পার্টির নির্বাচনী অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সদস্য এমআর স্বাধীনসহ ৪৪ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ  থানায় মামলা হয়।

জাতীয় পার্টির কর্মী রাকিবুল হাসান বাদী করা মামলাটি করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে আসামিরা জামিনে ছিলেন।