পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ফেইসবুকে প্রতারণা, বরগুনায় আটক ১

পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে ফেইসবুকের মাধ্যমে প্রতারণার অভিযোগে বরগুনায় এক দোকানিকে আটক করেছে পুলিশ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 05:20 AM
Updated : 6 Sept 2020, 05:20 AM

আটক মোস্তাফিজুর রহমান বাদল সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া এলাকার মজিদ দফাদারের ছেলে। শহরের কাঠপট্টি এলাকায় তার ওষুধের দোকান রয়েছে।

কাঠপট্টি এলাকা থেকে শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয় বলে সদর থানার ওসি তরিকুল ইসলাম অরুণ জানান।

ওসি বলেন, “বাদল ব্রাক্ষণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারের পরিচয় দিয়ে ফেইসবুকে আইডি খুলেছেন। এই পরিচয়ে অন্তত ২৭ জন নারীর সঙ্গে ফেইসবুকে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে মেসেঞ্জারে আপত্তিকর ছবি-ভিডিও আদান প্রদান করেছেন।”

বাদল আগে সৌদি আরব থাকতেন। বছর খানেক আগে দেশে এসে ওষুধের দোকান দেন। ব্রাক্ষণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদের সঙ্গে বাদলের চেহারার কিছুটা মিল আছে বলে পুলিশ জানিয়েছে।

ব্রাক্ষণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, সম্প্রতি তার নজরে এলে তিনি তথ্যপ্রযুক্তির সহায়তায় বাদলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন। তার বিরুদ্ধে ব্রাক্ষণবাড়িয়ায় বিধিমোতাবেক মামলা করা হবে।