কুমিল্লা হয়ে প্রথম জাহাজ গেল ভারতে

কুমিল্লার গোমতী নদী দিয়ে প্রথমবারের একটি জাহাজ ভারতের ত্রিপুরার উদ্দেশে রওনা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2020, 01:58 PM
Updated : 5 Sept 2020, 01:58 PM

কুমিল্লার বিবির বাজার স্থল বন্দরে শনিবার বেলা দেড়টার দিকে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর, বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ছিলেন।

ডিসি আবুল ফজল বলেন, শনিবার বেলা ১১টায় নারায়ণগগঞ্জের মুক্তারপুর থেকে ১০ মেট্রিকটন সিমেন্ট নিয়ে এসেছে কার্গো জাহাজটি। এটি গোমতী নদী দিয়ে পরীক্ষামূলকভাবে সরাসরি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া যাচ্ছে।

“নৌপথে আমদানি-রপ্তানি চালুর মধ্যে দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক বন্ধুত্ব আরও একধাপ দৃঢ় হল।”

ডিসি বলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বিবির বাজার স্থলবন্দর থেকে পণ্যের চালানটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্মকর্তাদের বুঝিয়ে দেন।

বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, “বাংলাদেশ-ভারতের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। দুই দেশের মধ্যে সাধারণত ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি করা হয়। নৌপথে আমদানি-রপ্তানি চালু হলে তা হবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।”