শেরপুরে কারাগারে নারী হাজতির মৃত্যু

শেরপুর জেলা কারাগারে বিচারাধীন ডলার জালিয়াতির এক মামলার নারী আসামি মারা গেছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2020, 12:25 PM
Updated : 3 Sept 2020, 12:25 PM

সুরত হাল ও ময়না তদন্তসহ অন্যান্য আনুসঙ্গিক কার্যক্রম শেষে বৃহস্পতিবার বিকালে প্রয়াতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের জেলার।

গত বুধবার রাতে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানায় চিকিৎসক।

প্রয়াত সুফিয়া বেগম (৫০) জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মেছেরচর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। তিনি ডলার জালিয়াতি এক মামলার আসামি। গত ২৬ অগাস্ট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

শেরপুর জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে তিনি কারাগারে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানেই তার মৃত্যু ঘটে বলেন তিনি।

শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খাইরুল ইসলাম সুমন জানান, বুধবার রাত ১০টা ১০ মিনিটে মৃত অবস্থায় ওই নারী আসামিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই আসামি সদর থানার ডলার জালিয়াতি মামলার আসামি তাকে গত ২৬ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।ওই আসামির মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।