মাগুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

মাগুরা শহরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 01:39 PM
Updated : 2 Sept 2020, 01:39 PM

বুধবার শহরের পিটিআই এলাকায় এই হামলা হয় বলে আহত হেলাল খান বলেন। 

হেলাল খান (২৮) মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

হেলাল খান সাংবাদিকদের বলেন, রুবেলের (২৮) সঙ্গে তার ঠিকাদারি ব্যবসার লেনদেন ছিল। এই লেনদেনের সূত্রে রুবেলের কাছে তার তিন লাখ তিন হাজার টাকা পাওনা আছে।

হেলাল বলেন, বেলা ১২টার দিকে তিনি শহরের পিটিআই এলাকায় রুবেলের বাড়ির গেটে গিয়ে তাকে ডাকেন এবং পাওনা টাকার বিষয়ে কথা বলেন।

“এ সময় রুবেল পাওনা টাকার জন্যে একটি ব্যাংক চেক দেওয়ার কথা বলে বাড়ির দ্বিতীয় তলায় যায়। কিছুক্ষণ পর নিচে নেমে এসে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে আমার ডান হাতে কুপিয়ে পালিয়ে যায়।”

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন বলে হেলাল জানান।

মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পলাতক রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে রুবেলকে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।