শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ হত্যা: মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদন জমা

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 07:28 AM
Updated : 2 Sept 2020, 07:28 AM

কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু লাইছ জানান, মঙ্গলবার রাতে ই-মেইলে এই প্রতিবেদন জমা দেন তিনি।

গত ১৩ অগাস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ১৮ কিশোরকে পিটিয়ে আহত করা হয়। তাদের মধ্যে তিন কিশোরের মৃত্যু হয়। আহত কিশোরদের দেওয়া তথ্য ও তদন্তে বেরিয়ে আসে, কেন্দ্রের কর্মকর্তারা ও তাদের অনুগত বন্দি আট কিশোরের পিটুনিতে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

ঘটনার পরদিন সমাজকল্যাণ মন্ত্রণালয় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু লাইছকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

আবু লাইছ বলেন, ২৭ পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনার কারণ ও তারপর নেওয়া পদক্ষেপ যথাযথ ছিল কিনা সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। এছাড়া শিশু উন্নয়ন কেন্দের দায়-দায়িত্ব নিরূপণে আটটি পর্যবেক্ষণ ও দশটি সুপারিশ করা হয়েছে।

এ ঘটনায় সমাজসেবা অধিদপ্তর আরও একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটিও এর আগে প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও গফিলতি পাওয়ার কথা বলা হয়েছে।