‘ড্রেজার পোড়ানোয়’ মাদারীপুরের ডিসির বিরুদ্ধে মামলা

ব্যবসায়ীদের ড্রেজার পোড়ানোর অভিযোগে মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুন সহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 08:45 PM
Updated : 1 Sept 2020, 08:50 PM
মঙ্গলবার দুপুরে দুই ঠিকাদারি ব্যবসায়ী চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলার এবং আটটি অন্য মেশিন পিটিয়ে ভাঙচুর করে ক্ষতি করার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।

মামলা দুইটির বাদী হচ্ছেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী।

মামলার আসামিরা হচ্ছেন, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এমএলএসএস বাবুল মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছউদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য চারটি ড্রেজার মেশিন দিয়ে কাজ শুরু করেন।

গত ২৮ আগস্ট বেলা ১টার দিকে ওয়াকফ এস্টেটের ভূমিতে গিয়ে বাদীদের চারটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং আরও আটটি মেশিন পিটিয়ে ভাঙচুর করে লাখ লাখ টাকার ক্ষতি করেছে বলে অভিযোগ করা হয় এজাহারে।