বান্দরবানে বৃষ্টিতে পাহাড় ধসে একজন নিখোঁজ

বান্দরবানে বাঁশ কাটতে গিয়ে পাহাড় ধসে একজন নিখোঁজ হয়েছেন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 02:30 PM
Updated : 1 Sept 2020, 02:30 PM

মঙ্গলবার সকালে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে তৈনকলা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ রুবেল হোসেন (২৫) কক্সবাজার জেলার টেকনাফেরে বাসিন্দা।

নয়াপাড়া ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হামিদ জানান, সকালে তৈনকলা ঝিরি এলাকায় চার জন শ্রমিক বেলাল উদ্দিন (২৫), মো. মিনার (২৫), এমংসিং মারমা (২৬) এবং রুবেল হোসেন বাঁশ কাটতে যায়।

“এমন সময় প্রবল বৃষ্টিতে পাহাড়ের এক অংশ ধসে পড়ে। তিন জন রক্ষা পেলেও রুবেল হোসেন মাটি চাপা পড়ে।”

ধসে পড়া পাহাড়টি ‘পাথুরে’ জানিয়ে এ ইউপি সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ধার করতে কঠিন হবে। নিখোঁজ ব্যক্তিকে আর উদ্ধার করা সম্ভব নাও হতে পারে।”

নিখোঁজ রুবেল হোসেন ছাড়া বাকি তিন জনের বাড়ি নয়াপাড়া ইউনিয়নে আব্বাস কারবারী পাড়ার বাসিন্দা বলে জানান তিনি।

ঘটনাটি সকালে হলেও ফায়ার সার্ভিসকে বিকালে খবর দেওয়ার হয় জানান আলীকদম ফায়ার সার্ভিসের কর্মী এনায়েতুল্লাহ।

তিনি বলেন, উপজেলা সদর থেকে ঘটনাস্থলের প্রধান রাস্তা আনুমানিক ১২ কিলোমিটার। সেখান থেকে তৈনঝিরি এলাকা আরও পাঁচ-সাত কিলোমিটার। উদ্ধার অভিযান চালাতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গেছে।

এদিকে, আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)  ডা. মাহতাব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড় ধসের ঘটনায় এমংসিং মারমা নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। অবস্থা গুরুতর নয়, পায়ে আঘাত পেয়েছেন।

এক্সরে পরীক্ষার জন্য তাকে পাশের জেলা কক্সবাজার মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।