ঝিনাইদহে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঝিনাইদহে আরও একজনের মৃত্যু হয়েছে।এছাড়া জেলায় এ রোগে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৮ জন।  

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 09:03 AM
Updated : 1 Sept 2020, 09:03 AM

সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, মঙ্গলবার ভোরে গুলজার হোসেন নামে ওই ব্যক্তি হাসপাতালে মারা যান।  

তার বাড়ি ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায়। ২৭ অগাস্ট তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩১ জনে দাঁড়াল ।

এদিকে জেলায় নতুন করে ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৫২ জনে দাঁড়াল বলে পার্থ জানান।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, শৈলকুপা উপজেলায় ৪ জন, হরিণাকুণ্ডু উপজেলায়  ১ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন ও কোটচাঁদপুর উপজেলায় ৪ জন রয়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, জেলায় মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক ব্যবহার করছে না এবং কেউ সামাজিক দূরত্ব মানছে না। এতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে।