নাব্য সঙ্কট: শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি পারাপারে দুর্ভোগ

নাব্য সঙ্কটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2020, 08:14 AM
Updated : 1 Sept 2020, 08:27 AM

শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।এতে ঘাটের দুপাড়ে সহস্রাধিক যান আটকা পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রীদের।

বিআইডব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। নাব্যতার কারণে ফেরিগুলো চলতে পারছে না। ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদেরচাপ পড়েছে। এখন ৮৭ লঞ্চ ও ৪০০ স্পিডবোট চলাচল করছে।
তিনি বলেন, ৩০ আস্ট শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ২০টি বাস, ৩৫টি ট্রাক ও ৩৭৫টি হালকা যানসহ ৪৩৯ গাড়ি পারাপার করা হয়। আর মোটর সাইকেল পার করা হয় ৫৪১টি। পরদিন পার করা হয় ৩০টি বাস ৬৫টি ট্রাক এবং ৪৫৭টি হালকাসহ ৫৫২ যান ও ৬৬৪টি বাইক।যেখানে ফেরি চলাচল স্বাভাবিক থাকলে দিনে ৪ হাজারেরও বেশি গাড়ি পারপার হয়।

বর্তমানে বহরে ১৭টি ফেরির মধ্যে ৬টি ছোট আকারের ফেরি চলছে। আর ২টি বিকল এবং ৮টি অলস বসে রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি’র এ কর্মকর্তা।