অবৈধভাবে বালু উত্তোলন: কাশিয়ানীতে ব্যবসায়ীর জরিমানা

কাশিয়ানীতে সরকারি জায়গায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 05:18 AM
Updated : 31 August 2020, 05:18 AM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশিয়নী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম রোববার বিকালে আকরাম মোল্লাকে এ জরিমানা করেন।

আতিকুল বলেন, “কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের বিদ্যাধর গ্রামে সরকারি জায়গায় দেশীয় তৈরি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করা হচ্ছে বলে গোপন খবর ছিল। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আকরাম মোল্লা নামের ওই বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই ব্যবসায়ী ব্যাবসার উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ করছিল।”

জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও  জানান ওই কর্মকর্তা।