জামালপুরে ঘুমন্ত দম্পতিকে এসিডে ঝলসে দিল দুর্বৃত্ত
জামালপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2020 10:41 PM BdST Updated: 30 Aug 2020 11:02 PM BdST
জামালপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে মারাত্মকভাবে ঝলসে গেছে এক কৃষক দম্পতি।
রোববার বিকালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।
শনিবার গভীররাতে সদর উপজেলার গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামের এসিডদগ্ধরা হলেন মামুনুর রশীদ বাবলু (৫৫) ও তার স্ত্রী আমেনা বেগম (৪৫)। তারা জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর হাটুভাঙ্গা গ্রামের বাসিন্দা।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, ওই দম্পতির চিকিৎসা নিয়ে স্বজনরা ব্যস্ত। ঘটনা তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল লতিফ মিয়া সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।

“শনিবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা বাবলুর বিছানার মশারির ওপর এসিড ছুড়ে মারেন। তখন তিনি আর তার স্ত্রী ঘুমিয়েছিলেন। এসিডের তীব্রতায় বাবলুর ডান চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থান এবং আমেনা বেগমের ডান হাত থেকে পা পর্যন্ত মারাত্মকভাবে ঝলসে গেছে।”
এ সময় বাবলু ও তার স্ত্রীর চিৎকারে তাদের স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তাদেরকে উদ্ধার করে রাতেই ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।
ভাতিজা মেরাজুল মনে করছেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে এই এসিড নিক্ষেপ করা হয়েছে।
-
রূপগঞ্জে ট্রাকে ‘কোটি টাকার’ হেরোইন, গ্রেপ্তার ২
-
মিনু-দুলুসহ ৪ বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন
-
কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২
-
দিনাজপুরে অবাধে চলছে প্রায় দুই শ অবৈধ ইটভাটা
-
কুমিল্লা উত্তর আ. লীগের সাবেক সভাপতি আউয়ালের মৃত্যু
-
নেত্রকোণায় শিলাবৃষ্টিতে ফল-ফসলের ক্ষতি
-
কাদের মির্জার বিরুদ্ধে আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ
-
নারায়ণগঞ্জের বাড়িতে ‘গ্যাস জমে’ বিস্ফোরণ, দগ্ধ ৬
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’