পাবনায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

সরকারি উন্নয়ন কাজে ঠিকাদারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগে পাবনায় এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 05:23 PM
Updated : 29 August 2020, 05:23 PM

শনিবার বিকালে সাঁথিয়া উপজেলা থেকে তাকে আটক করা হয় বলে সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান।

আটক হাসিবুল খান ছানা সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।  

ওসি আসাদুজ্জামান বলেন, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড কনসট্র্কসনস লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণ কাজ করছে।

“শনিবার বিকালে এমএম বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে মারপিট করেন ছানা।”

পরে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেছে বলে ওসি জানান। 

এই বিষয়ে প্রল্লাদ কুমার বলেন, বেশ কিছুদিন ধরে হাসিবুল খান ছানা তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার বিকাল ৩টার দিকে কিছু শ্রমিক কাজ করছিল।

“এ সময় হাসিবুল খান ছানা তার দলবল নিয়ে এসে শ্রমিকদের বেধড়ক মারপিট করলে শ্রমিকরা পালিয়ে যায়। ওই ছাত্রলীগ নেতা দশ লক্ষ টাকা না দিলে কাজ করতে পারবে না বলেও গালিগালাজ করতে থাকেন।”

প্রহ্লাদ বলেন, পরে কয়েকজন শ্রমিক বিষয়েট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসানকে জানালে তিনি ৯৯৯-এ ফোন দেওয়ার পরামশ দেন। তখন ৯৯৯-এ ফোন দিলে পুলিশ গিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান বলেন, “ছানা সাঁথিয়ায় ছাত্রলীগের মান-সম্মান ধুলিস্যাৎ করে দিয়েছে। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহসও পায় না। ছানার ‘মাস্তানি’ আচরণে অতিষ্ঠ পুরো এলাকাবাসী।”