‌বেনাপোলে ৫৭ স্বর্ণের বারসহ নারী আটক

যশোরের ‌বেনাপোলে এক নারী আটক হয়েছেন ৫৭টি স্বর্ণের বারসহ, যেগুলো ভারতে পাচার হচ্ছিল বলে বিজিবি জানিয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2020, 06:41 PM
Updated : 28 August 2020, 06:41 PM

শুক্রবার রাত ১০টায় সাদিপুর গ্রামের বানেছার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক বানেছা খাতুন (৩৫) বেনাপোলের সাদিপুর গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
যশোর ৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ভারতে স্বর্ণ পাচারের জন্য বানেছার বাড়িতে মজুত রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।

“পরে সেখানে তল্লাশি করে ৫৭টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৯ কেজি ২০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য সাড়ে ছয় কোটি টাকা।"

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।