করোনাভাইরাস: চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাবুল হক ঠাণ্ডু মারা গেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2020, 04:25 AM
Updated : 28 August 2020, 04:25 AM

ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয় বলে চুয়াডাঙ্গা জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম শাহান জানান।

আসাবুল হক চুয়াডাঙ্গা জেলা পরিষদের ৮ নম্বর (ভাংবাড়িয়া, হারদী ও কুমারী ইউনিয়ন) ওয়ার্ডের সদস্য ও আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির বলেন, গত ১৪ অগাস্ট করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আসাবুল হক হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়।

“এরপর ১৬ অগাস্ট নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসলে আসাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।”