নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধিরয়টার্স
Published : 27 August 2020, 11:52 AM
Updated : 27 August 2020, 11:52 AM

উপজেলার তাতারকান্দি গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে রায়পুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে ওসি মহসিনুল কবির বলেন, “ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”

নিহত দেলোয়ার হোসেন (২৫) তাতারকান্দি গ্রামের হিরণ মিয়ার ছেলে। বাড়ির সামনের রাস্তা নিয়ে প্রতিবেশী জলিল মিয়ার সঙ্গে হিরণ মিয়ার বিরোধ চলে আছিল বলে স্থানীয়দের ভাষ্য।

দেলোয়ারের চাচা লোকমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ভাতিজা সকালে বাড়ি থেকে ধান নিয়ে পাশের জমিতে শুকাতে যাওয়ার সময় জলিল মিয়া ও তার লোকজন ‘ধারালো অস্ত্র নিয়ে হামলা’ করে।

এ সময় দেলোয়ারের চিৎকারে তার বাবা হিরণ মিয়া ও দাদা আতাউর রহমান এগিয়ে গেলে হামলাকারীরা তাদের উপরও চড়াও হয় বলে লোকমানের অভিযোগ। 

পরে তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের নরসিংদী সদর হাসপাতালে নিতে বলেন। সেখানে পৌঁছানোর আগেই দেলোয়ার মারা যান বলে জানান তার চাচা।

আহত হিরণ মিয়া ও আতাউর রহমানকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে থাকলে হিরণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার বিষয়ে জলিল মিয়ার বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।