ধর্ষণ: ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিসের কর্মীর বিরুদ্ধে পরোয়ানা

ধর্ষণের মামলায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিসের এক সহকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2020, 05:13 PM
Updated : 26 August 2020, 05:13 PM
বুধবার ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন ধমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এইচএম এরশাদুল আলম এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানাপ্রাপ্ত আসামি বোরহান সারওয়ার্দী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের গোপনীয় সহকারী (সিএ-২) অফিস সহকারী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আল হোসাইন মো. তাজ বলেন, অভিযুক্ত আসামি বোরহান বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সংক্রান্তে ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন বাদী।

বাদীর আইনজীবী তাজ আরও জানান, মামলাটি ময়মনসিংহ পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করলে বুধবার বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অফিসের বাইরে থাকায় বিস্তারিত জানানোর অক্ষমতা প্রকাশ করে মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ পিবিআই'র এসআই মো.কামাল বলেন, “বাদী ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়েরের পর পিবিআই'এ তদন্তভার আসে।

“তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া যায়।”

তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিলে বুধবার বোরহান সারওয়ার্দীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত যোগ করেন তিনি।

গত পহেলা মার্চ ঘটনার শিকার এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা এ মামলা করেন।