কুষ্টিয়ায় গৃহবধূ হত্যায় একজনের প্রাণদণ্ড

কুষ্টিয়ায় আট বছর আগে এক গৃহবধূ হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2020, 09:26 AM
Updated : 26 August 2020, 09:26 AM

বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. কলম মোল্লা ওরফে মো. কলম মোল্লা (৩০) দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের ছাগরত আলী মোল্লার ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।  

মামলার বিবরণে বলা হয়, দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে তিন সন্তানের জননী পারুল খাতুনের সঙ্গে প্রতিবেশী কলম মোল্লার বিরোধ চলছিল।

এর জেরে ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকালে বাড়ির সামনে রাস্তায় জ্বালানী শুকানোর সময় কলম ধারালো হাসুয়া দিয়ে পারুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পারুলর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা হাবিল শেখ দৌলতপুর থানায় কলম ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, আসামি কলম মোল্লা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।আর লিপি খাতুনের অভিযোগ প্রমাণ না হওয়ার তাকে খালাস দেওয়া হয়েছে ।