গোপালগঞ্জ বিসিকে বেহাল রাস্তা, ‘লোকসান গুনছেন’ ব্যবসায়ীরা

গোপালগঞ্জ বিসিক শিল্প এলাকার রাস্তাগুলোর বেহাল দশার কারণে লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

মনোজ সাহা গোপালগঞ্জ  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2020, 09:23 AM
Updated : 26 August 2020, 09:23 AM

গোপালগঞ্জ বিসিক শিল্প মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন অভিযোগ করেন, “রাস্তার বেহাল দশার কারণে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। তার ওপর আবার শিল্পপ্লটের সার্ভিস চার্জ দ্বিগুণ করা হয়েছে। এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘা।”

সরেজমিনে গিয়ে বিসিক শিল্প এলাকার রাস্তাগুলোয় নোংরা পানি ভরা খানাখন্দ দেখা গেছে। সেখানে যাতায়াতের কোনো পরিবেশ নেই। তবু ভ্যানে ঠেলাঠেলি করে অল্পকিছু মালপত্র আনা-নেওয়া করছেন ব্যবসায়ীরা। এতে তাদের ব্যয় বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।

বিসিক শিল্পমালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী মোল্লা  বলেন, “রাস্তাঘাট খুঁড়ে রেখে আমাদের শিল্প ও বাণিজ্যের ব্যাপক ক্ষতি করা হয়েছে। কেনাবেচা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান দিতে হচ্ছে।”

তিনি দ্রুত এ সমস্যার সমাধন চেয়েছেন।

কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত রয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ বিসিকের শিল্পনগরী কর্মকর্তা মাসুদ রানা।

তিনি বলেন, “বিসিকের রাস্তার বেহাল দশার কারণে শিল্পমালিকদের ব্যবসা-বাণিজ্যে অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন বিসিকের রাস্তা ও ড্রেনের কাজ ফেলে রাখায় ঠিকাদারদের শোকজ করা হয়েছে। অবশেষে তারা কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে আমরা মানসম্পন্ন কাজ বুঝে নেব।”

বর্ধিত সার্ভিস চার্জ কমানোর দাবির বিষয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা আবেদন করলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।