আশুলিয়ায় সৌদি প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় ‘গলা কেটে হত্যা‘ স্বীকার  এক সৌদি প্রবাসীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 05:10 PM
Updated : 25 August 2020, 05:10 PM

মঙ্গলবার বিকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের কন্ডা মধুপুরের খন্দকারপাড়া এলাকার নিহতের নির্মাণাধীন বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সৌদি প্রবাসী সেন্টু সরকার (৩৫) ঢাকার ধামরাই উপজেলার তেরধারা গ্রামের নারায়ন সরকারের ছেলে। তিনি গত আট মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, ২০ অগাস্ট ধামরাই থেকে তার নতুন একটি বাড়ির কাজ দেখাশোনার জন্য ওই এলাকায় আসেন। ২৩ অগাস্ট তার মায়ের সাথে সর্বশেষ কথা হয় তার। এরপর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব না হলে তার ভাই মধুপুরের খন্দকারপাড়ায় ওই নতুন বাড়িতে আসেন।

তালাবদ্ধ ঘরের বাইরে থেকে ভেতরে মাছি ও দুর্গন্ধ পেয়ে তার ভাই থানায় খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

“নিহতের পা একটি কালো কাপড় দিয়ে এবং হাত জানালার সাথে গামছা দিয়ে বাঁধা ছিল। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে কেউ তাকে হাত পা বেঁধে ধারালো ছুরি দিয়ে হত্যা করেছে।”

হত্যায় ব্যবহৃত একটি ভাঙা ছুরি, বটি ও চাকু উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়া চলছিল।