কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির কারাগারে

প্রকৌশলীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করার মামলায় চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের বরখাস্ত হওয়া চেয়ারমান শাহজাহান শিশিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 08:00 AM
Updated : 25 August 2020, 08:00 AM

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমের দায়ের করা মামলায় মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামাল হোসেন এই আদেশ দেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী হেলাল উদ্দিন।

গত ১৯ জুলাই দুপুরে কচুয়া উপজেলা পরিষদ এলাকায় ‘কচুয়া বালিকা উচ্চবিদ্যালয়’ নির্মাণকাজ পরিদর্শনে গেলে উপজেলা পরিষ চেয়ারম্যান শাহজাহান শিশির ও তার সহযোগীদের মারধরের আহত হন প্রকৌশলী নূরে আলম। এ ঘটনায় ওইদিন রাতেই নূরে আলম কচুয়া থানায় চেয়ারম্যানসহ আরও দুইজনের বিরুদ্ধে মামলা করেন।

তার চার দিন পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শাহজাহান শিশিরকে সাময়িক বরখাস্ত করে। তার জায়গায় প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

আইনজীবী হেলাল বলেন, শাহজাহান শিশির মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।