শেরপুরে সীমান্ত ঘেঁষা পাহাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেরপুরের ভারত সীমান্তঘেঁষা পাহাড়ের ঝোপ থেকে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2020, 12:51 PM
Updated : 24 August 2020, 12:51 PM

সোমবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার কোচপল্লী খলচান্দা পাহাড়ের এক ঝোপ থেকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করা হয়।

প্রয়াতি আমিনুল ইসলাম (৬৫) উপজেলার নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, গত ১৬ অগাস্ট বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেননি মানসিক ভারসাম্যহীন আমিনুল ইসলাম। খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ১৮ অগাস্ট তার পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়।

“সোমবার দুপুরে খলচান্দা গ্রামের পাহাড়ের ঢালে স্থানীয়রা গরু চরাতে গেলে দুর্গন্ধ পায়। আশপাশের ঝোপে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে অর্ধগলিত লাশের সন্ধান মেলে। স্থানীয়রা থানায় সংবাদ পাঠালে পুলিশ লাশ উদ্ধার করে।”

উদ্ধারকালে লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায় উল্লেখ করে ওসি জানান, এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল লাশের পরিচয় শনাক্ত করেন।

ময়নাতদন্তের জন্য লাশটি শেরপুর মর্গে পাঠানো হয়েছে।