গাইবান্ধায় `আল্লাহর দলের দুই সদস্য’ গ্রেপ্তার

গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের ‘দুই সদস্য’কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2020, 12:44 PM
Updated : 24 August 2020, 12:44 PM

রোববার রাতে পৃথক দুইটি অভিযানে গ্রেপ্তারের সময় বিপুল সংখ্যক উগ্রবাদী বই, লিফলেট, মোবাইল ফোন এবং মিমকার্ড উদ্ধার করা হয় বলেও জানানো হয়েছে।

গ্রেপ্তারতরা হলেন, মো. শরীফুল ইসলাম (৩০) গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া গ্রামের সোলাইমানের ছেলে এবং মো. আব্দুর রউফ (৩৭) গাইবান্ধা সদর উপজেলার ধোপাডাঙ্গা (মুন্সিপাড়া) গ্রামের সাদা মিয়ার ছেলে।

র‌্যাব-১৩, রংপুর ক্যাম্পের মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা জানান, ইতিপূর্বে গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রেপ্তারকৃত ‘আল্লাহর দল’ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে রোববার বিকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি বাজার থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়। পরে ওই রাতেই এক অভিযান পরিচালনা করে বোয়ালিয়া গ্রাম থেকে শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রউফ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর পীরগঞ্জের থানা নায়ক এবং শরীফুল একজন সক্রিয় সদস্য।

“তাদের সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।”