বেনাপোলে নদীতে ডুবে কিশোরের মৃত্যু 

যশোরের বেনাপোলে বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়ে এক কিশোর ডুবে মারা গেছে। 

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2020, 05:32 PM
Updated : 22 August 2020, 05:32 PM

খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সন্ধ্যায় ওই কিশোরের লাশ উদ্ধার করে।

বেলা ১টার সময় বেনাপোল পোর্ট থানার কোদলা নদীর ধান্যখোলা-ঘীবা জোড়া ব্রিজ এলাকায় তিন বন্ধু ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ সাঁতার কাঁটতে নদীতে নামে; তখন ইকরামুল হারিয়ে যায়।

ইকরামুল ইসলাম (১৫) ধান্যখোলা গ্রামের দক্ষিণ পাড়ার ইমামুল ইসলামের ছেলে।

ঘীবা গ্রামের আজিজুল ইসলাম বন্ধুদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইকরামুল, রনি ও হাবিবুল্লাহ কোদলা নদীর ব্রীজ থেকে লাফ দিয়ে সাঁতার কেটে দক্ষিণ দিকে যান। সেখান থেকে ফেরার সময় রনি ও হাবিবুল্লাহ ব্রিজের উপর উঠলেও ইকরামুল উঠতে পারেননি। গ্রামের লোকজন উদ্ধার করতে ব্যর্থ হয়ে বেনাপোল ফায়ার সার্ভিসে খবর দেন।

রনি বলেন, “আমরা তিনবন্ধু একসাথে সাঁতার কেটে আসছিলাম। ব্রিজের কাছে এসে ইকরামুল হারিয়ে যায়। তাকে আমরা দেখতে না পেয়ে খুঁজাখুজি করে গ্রামের লোকজনদের খবর দেই। এরপর গ্রামের লোকজন এসে চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারেনি।”

বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন বলেন, বেনাপোল ইউনিটের আট জনের চেষ্টা ব্যর্থ হলে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা সন্ধ্যা ৭টার সময় ঘটনাস্থলে আসেন। সন্ধা ৭টা ১০ মিনিটে কিশোরের লাশটি উদ্ধার করেন।