নরসিংদীতে হোটেলে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

নরসিংদী শহরের একটি হোটেলে স্বামীর ছুরিকাঘাতে মারা গেছেন এক গৃহবধূ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2020, 11:15 AM
Updated : 22 August 2020, 11:15 AM

শহরের বাজিরমোড় এলাকায় হোটেল আল মামুনে শনিবার বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রেশমী বেগমকে (৩৫) খুনের অভিযোগে তার স্বামী রিপন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িনাল গ্রামের রিপন তার স্ত্রী রেশমীকে নিয়ে শনিবার বেলা ১১টার দিকে ওই হোটেলে উঠেছিলেন।

হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছে, রিপনের হোটেল কক্ষ থেকে প্রচুর রক্ত বের হতে থাকলে পাশের কক্ষের বাসিন্দারা চেঁচিয়ে ওঠেন। তখন রেশমীকে আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়েই পুলিশ গিয়ে রিপনকে গ্রেপ্তার করে বলে নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে সে (রিপন) বলেছে, দীর্ঘদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। ঘটনার দিন কৌশলে রেশমীকে চিকিৎসার নাম করে নরসিংদীতে নিয়ে আসা হয়।”

রিপনের পাশাপাশি আল মামুন হোটেলের মালিক বাহাদুরকেও গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।