দিনাজপুরে ‘রোড রোলার’ চাপায় বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

দিনাজপুরের বিরলে সড়কের কাজে ব্যবহৃত ‘রোড রোলারের’ চাপায় মোটরসাইকেল আরোহী বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় তাদের নাতি আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2020, 07:04 PM
Updated : 21 August 2020, 07:04 PM

শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কছিমউদ্দীন (৭০) ও তার স্ত্রী ছমেনা বেগম (৬৫)।

আহত ওমর ফারুককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কছিমউদ্দীন ও তার স্ত্রী ছমেনা বেগম তাদের নাতি ওমর ফারুকের মোটরসাইকেলে বিরলের ভান্ডারায় এক আত্মীয়ের বাড়ি থেকে পীরগঞ্জে নিজ বাড়ি ফিরছিলেন।

“নোনাগ্রাম এলাকায় সড়ক নির্মাণের কাজে নিয়োজিত একটি চলন্ত রোলারের নিচে তারা পড়ে যান তারা। এতে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী নিহত হন।”

মোটরসাইকেল চালক ওমর ফারুকের অবস্থা গুরুতর বলে জানান ওসি নাসিম।