মেঘনায় প্রবল ঢেউ, ইলিশা ঘাট তলিয়ে ফেরি বন্ধ

ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ইলিশা ফেরিঘাট তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 03:52 PM
Updated : 20 August 2020, 03:52 PM

ফেরি ঘাট ইনচার্জ ইমরান আহমেদ জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া, মেঘনায় অস্বাভাবিক ঢেউ এবং নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ইলিশা ফেরিঘাট ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে গেছে। এতে বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখো হয়েছে।

তিনি জানান, এ রুটে চলাচলকারী তিনটি ফেরির মধ্যে কিষানি ফেরিটিও নষ্ট হয়ে আছে।

এতে উভয় পাড়ে প্রায় তিন শতাধিক যানবাহন আটকা পড়ায় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। অনেক যাত্রী ঝুঁকি নিয়ে সি-ট্রাকের নৌকায় ঘাটে আসতে বাধ্য হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আমবশ্যা ও উজানের পানির ঢলের কারণে মেঘনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। পানি আরও বাড়লে ভোলার সদর উজেলার ইলিশা, কাচিয়া, ধনিয়া, শিবপুর এলাকায় বাঁধের উপর দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করার আশঙ্কা  রয়েছে।

“ভরা জোয়ারে নদীর পানি বিপদ সীমার ১.০৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।”

এছাড়া জোয়ারের পানিতে বেড়ি বাঁধের বাইরের ২০টি গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ভেসে গেছে অনেক মাছের ঘের, ক্ষেতের ফসল। জোয়ারের পানির চাপে হুমকির মুখে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাঁধ বলেও জানান তিনি।