হেলিকপ্টারে ঢাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের অসুস্থ মা

সেনাবাহিনীর তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগমকে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 01:36 PM
Updated : 20 August 2020, 01:36 PM

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে তাকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয় বলে জানান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা অধ্যক্ষ মো. সেলিম আহমেদ।

ভোলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার কিডনিসহ নানা রোগের সমস্যাও দেখা দিয়েছে।

“তার উন্নত চিকিৎসা দরকার তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”

অধ্যক্ষ মো. সেলিম আহমেদ জানান, তার দাদির হাত পা ফুলে যাওয়ায় মঙ্গলবার হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। গুরুতর অসুস্থ হলে তাকে দুপুরে ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তার দাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে সরকারি কর্মকর্তা, চিকিৎসকসহ যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মুক্তিযুদ্ধে ১৮ এপ্রিল পাকিস্তানি বাহিনী সঙ্গে লড়াইয়ে নিজের জীবন দিয়ে অনেক সহযোদ্ধার জীবন বাঁচিয়েছিলেন।