পঞ্চগড়ে বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ: ইউপি সদস্য বরখাস্ত

পঞ্চগড়ে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 01:01 PM
Updated : 20 August 2020, 02:28 PM

বৃহস্পতিবার তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত রোকনুজ্জামান রুকু তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

২০১৯ সালের ২৪শে সেপ্টেম্বরে ভজনপুর সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা তুলে এক ব্যক্তি বের হওয়ার সময় রোকনুজ্জামান ‘সন্ত্রাসী কায়দায়’ তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ওই টাকা চাইতে গেলে তিনি তাকে গালাগাল করেন। সর্বশেষ গত ২২ জানুয়ারি মাসে তার বাসায় গিয়ে রোকনুজ্জামান ওই ব্যক্তির বয়স্কভাতা কার্ড বাতিলের হুমকিও দেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, ভুক্তভোগী সরকার পাড়া গ্রামের কবিরুল হক গত জানুয়ারি মাসে তৎকালীন ইউএনও-র কাছে তার ভাতা আত্মসাতের লিখিত অভিযোগ করেন। পরে তিনি বিষয়টি স্থানীয়ভাবে তদন্ত করলে অভিযোগের সত্যতা পান। তিনি ওই ইউপি সদস্যকে বরখাস্ত করতে জেলা প্রশাসককে চিঠি দেন। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে সুপারিশ করেন।

মন্ত্রণালয় গত ১৮ অগাস্ট ওই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে বলে জানান তিনি।