উচ্চ শব্দে গান, ঝগড়ার জেরে খুন

উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিবাদের জেরে নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 12:13 PM
Updated : 20 August 2020, 12:13 PM

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী সদর উপজেলার হাজীপুর মধ্য দাসপাড়ায় ওই সংঘর্ষে আরও দুজন আহত হয়েছেন বলে নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন।

নিহত অপু দাস (৩৪) ওই গ্রামের অনিল দাসের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন ক্যামেরাপারসন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অপু দুপুরে নিজের বাড়িতে সাউন্ড বক্স ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন। স্থানীয় নুরুল ইসলামসহ কয়েকজন তাতে আপত্তি জানিয়ে অপুকে গান বাজানো বন্ধ করতে বলেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেখানে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

অপুর ছোট ভাই দীপু দাস (২৬) এবং প্রতিবেশী আল-আমিনকে (৪৫) পরে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

ওসি বিপ্লব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নুরুল ইসলামকে আটক করেছে। তবে বিকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।