রোগীর স্বজনের ‘শ্লীলতাহানির চেষ্টা’, পল্লি চিকিৎসক কারাগারে

বরিশালে রোগীর স্বজনকে অশালীন প্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক পল্লি চিকিৎসকে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল প্রতিনিধি.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 12:04 PM
Updated : 20 August 2020, 12:04 PM

বুধবার রাতে উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকা থেকে রেজাউল করিমকে (৪২) গ্রেপ্তার করে পুলিশ। তিনি স্থানীয় ‘মায়ের দোয়া ক্লিনিকের’ মালিক।

উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, গত ১১ অগাস্ট মাদারীপুরের রাজৈর উপজেলার এক গৃহবধূকে ভর্তি করা হয় রেজাউল করিমের মালিকাধীন মায়ের দোয়া ক্লিনিকে। অসুস্থ গৃহবধূকে দেখভালের জন্য তার এক বোন ক্লিনিকেই থাকছিলেন।

“একদিন চিকিৎসক রেজাউল ওই নারীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তার শ্লীলতাহানির চেষ্টা করেন।”

ওসি বলেন, এ ঘটনায় বুধবার পুলিশের কাছে অভিযোগ দিলে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।