সাগরে জাহাজ মেরামতে গিয়ে ডুবল উদ্ধারকারী বোট, নিখোঁজ ২

বঙ্গোপসাগরে বিকল হওয়া পণ্যবাহী একটি লাইটার জাহাজ মেরামত করতে গিয়ে একটি ট্যাগবোট ডুবে দুই নাবিক নিখোঁজ হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2020, 10:52 AM
Updated : 20 August 2020, 11:01 AM

বুধবার রাত ২টার দিকে হাতিয়ার ভাসানচরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে কোস্ট গার্ড জানিয়েছে।

কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া বলেন, গভীর রাতে চট্টগ্রাম বন্দর থেকে ছয় নাবিকসহ লাবনী পাওয়ার-৩ নামে একটি ট্যাগবোট হাতিয়ার ভাসানচরের কাছে মেঘনার মোহনায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি পণ্যবাহী লাইটার জাহাজ মেরামত করতে যায়।

“রাত ২টার দিকে প্রচণ্ড ডেউয়ের তোড়ে ট্যাকবোটটি ডুবে যায়। এ সময় বোটের চার নাবিক সাগরে মাছধরা জেলেদের সহায়তায় উদ্ধার হলেও অপর দুই নাবিক নিখোঁজ হন। খবর।”

বিশ্বজিৎ বড়ুয়া জানান, বৃহস্পতিবার সকাল থেকে কোস্ট গার্ডের সহায়তায় আরেকটি ট্যাগবোট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে।