যশোরে ৩ কিশোর হত্যায় কর্মকর্তারাও: তদন্ত কমিটি 

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার ঘটনায় কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কমিটি।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2020, 05:40 PM
Updated : 19 August 2020, 06:36 PM

সমাজসেবা অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রধান সৈয়দ নুরুল বাসির বুধবার একথা বলেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রের গ্রেপ্তার ও বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে তিন বন্দি কিশোরকে পিটিয়ে হত্যার সত্যতা পেয়েছে সমাজসেবা অধিদপ্তরের গঠিত দুই সদস্যের তদন্ত কমিটি।

যশোরে কয়েকদিন তদন্ত কাজ চালিয়ে মঙ্গলবার কমিটির সদস্যরা ঢাকায় ফিরে গেছেন।

অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে নুরুল বাসির জানিয়েছেন।

গত ১৩ অগাস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তিন কিশোর নিহত ও ১৫ জন আহত হয়েছেন, যাদের উপর নির্যাতন চালানো হয়েছিল বলে চিকিৎসক ও তদন্ত সংশ্লিষ্টদের অভিমত। এই ঘটনায় নিহতদের একজন পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানার এই মামলা তদন্ত করছেন চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রোকিবুজ্জামান।

এছাড়া এই ঘটনা তদন্তে সমাজসেবা অধিদপ্তর ও মন্ত্রণালয় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।      

সমাজসেবা অধিদপ্তরের দুই সদস্যের কমিটির প্রধান হলেন সৈয়দ নুরুল বাসির। আর মন্ত্রণালয়ের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ।

এই মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তাকে প্রথমে গ্রেপ্তার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতিমধ্যে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।