নওগাঁয় বিলের মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নওগাঁয় এক বিলের পানির ‘আড়াই ফুট উপরে’ ঝুলে থাকা তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 04:52 PM
Updated : 18 August 2020, 04:52 PM

মঙ্গলবার সকালে আত্রাই উপজেলার চাঁন্দের বিলে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার সময় আত্রাই-নওগাঁ মেইন লাইন থেকে ইরি-বোরো সেচের জন্য গভীর নলকূপের টানা তারের সংস্পর্শে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেফ (২২) আত্রাই উপজেলার চৌবাড়ি গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

এ বিষয়ে আত্রাই থানা ওসি মোসলেম উদ্দিন বলেন, নিহত আলেফের বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত আলেফ মঙ্গলবার সকাল ৯টার দিকে তার বাড়ির পাশে চাঁন্দের বিলে বালুবাহী নৌকা নিয়ে যাচ্ছিলেন। বিলের মধ্যে থাকা ৩৩ হাজার ভোল্টের আত্রাই-নওগাঁ মেইন লাইন থেকে ইরি-বোরো সেচের জন্য গভীর নলকূপের টানা তার পানি থেকে ‘আড়াই ফুট উপরে’ অবস্থান করছিল।

নৌকা নিয়ে যাওয়ার সময় তারের সংস্পর্শে বিদুৎস্পৃষ্ট হয়ে পানিতে লুটিয়ে পড়েন আলেফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানান তারা।

এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।