সাতক্ষীরায় হত্যার অভিযোগে আ.লীগ নেতা আটক

সাতক্ষীরার তালায় চিংড়ি ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।    

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 09:14 AM
Updated : 18 August 2020, 09:14 AM

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর নিকারী (৬০) ওই এলাকার বাসিন্দা।

প্রতিকী ছবি

এ ঘটনায় আটক মশিউর রহমান পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “লুৎফরের ছেলে সেলিম নিকারী নিজেদের ঘেরে মাছ ধরছিল। এ সময় পাশের ভাইস চেয়ারম্যান মশিউর রহমানের ঘের থেকে সে মাছ চুরি করেছে বলে অভিযোগ করা হয়। পরে মশিউরের ঘের কর্মচারী রনি ও কয়েকজন সেলিমকে মারধর করে ভাইস চেয়ারম্যানের কাছে নিয়ে যায়।

খবর পেয়ে সেলিমের বাবা লুৎফর মশিউরের বাড়িতে যান। এ সময় মশিউর, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনিসহ কয়েকজন লুৎফর ও তার ছেলে সেলিমকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে।”

পরে দুজনকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে লুৎফরকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে আটক করেছি; তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”