বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকের অনিয়মে পণ্যজট

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাকের অনিয়মের কারণে পণ্যজট দেখা দিয়েছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 08:51 AM
Updated : 18 August 2020, 08:51 AM

এছাড়া বন্দরের ধারণক্ষমতার দ্বিগুণ পণ্য আসায় এই জট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।

বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে ভারত থেকে প্রতিদিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক আসার কথা। তাদের আবার বিকাল ৫টার মধ্যে ফেরত পাঠানোর নিয়ম রয়েছে। কিন্তু ভারত থেকে ট্রাক আসে দেরি করে। আবার রাত ১০টা পর্যন্ত আসতে থাকে।

“এ কারণে ভারতীয় ট্রাক বন্দরে আটকে থাকছে। সোমবার রাতে ঢোকা এমন ১৭৭টি ট্রাক মঙ্গলবারও আটকে পড়ে আছে। এটা ওদের অনিয়মের কারণে হচ্ছে।”

এছাড়া বন্দর ব্যবহারকারীরা জায়গার অভাবকেও এই জটের জন্য দায়ী করেছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান বলেন, বেনাপোল বন্দরে বর্তমানে ৩২টি শেড ও ১০টি ইয়ার্ড রয়েছে। সেখানে পণ্য ধারণক্ষমতা মাত্র ৫১ হাজার মেট্রিকটন। বর্তমানে বন্দরটিতে রয়েছে এক লাখ মেট্রিকটনের বেশি পণ্য।

“জায়গার অভাবে পণ্য রাখা যাচ্ছে না।  এছাড়া ভারতীয় ট্রাক দেরি করে আসার কারণেও জট লাগছে। এতে চুরিসহ নানাভাবে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন আমদানিকারকরা।”