ফেনীতে ‘অপহৃত’ কিশোরী রাঙামাটি থেকে উদ্ধার

ফেনী থেকে অপহরণের ২০ দিন পর ১৬ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে রাঙামাটির নানিয়ার চর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 08:14 AM
Updated : 18 August 2020, 08:14 AM

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ফেনীর পরিদর্শক মোহাম্মদ শাহ আলম জানান, সোমবার সন্ধ্যায় নানিয়ার চর উপজেলার বুড়িরঘাট এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার এমদাদুল হক মামুন ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা। আর মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী।

শাহ আলম বলেন, “ওই মাদ্রাসা ছাত্রী বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মামুন গত ২৬ জুলাই সন্ধ্যায় তাকে ‘অপহরণ’ করে। এ ঘটনায় মেয়েটির বাবা ফেনীর আদালতে মামলা করেন। পরে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়।

“মামুন মেয়েটিকে অপহরণের পর প্রথমে ঢাকায় এবং পরে খুলনা ও পার্বত্য রাঙামাটি নিয়ে যায়। পরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে মামুনের অবস্থান নির্ধারণ করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করে।”

আদালতে মেয়েটির জবানবন্দি গ্রহণ ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।