ময়মনসিংহে মাইক্রোবাস পুকুরে, ৮ জনের মৃত্যু

ময়মনসিংহে ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আটজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 04:10 AM
Updated : 18 August 2020, 08:13 AM

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, উপজেলার পশ্চিম বাসাতি এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ভালুকা উপজেলার বিরুনীয়ার বাকশী গ্রামের মিলুয়ারা বেগম (৬৫), বুলবুলি আক্তার (৭), বেগম (৩০), গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের পারুল আক্তার (৩০), শামসুল হক (৬৫), শেখ বাজার গ্রামের রেজিয়া খাতুন (৫৩), রিপা খাতুন (৩০) ও তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০)।

ওসি বলেন, “মাইক্রোবাসটি ময়মনসিংহের ভালুকা থেকে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুসহ আটজন নিহত হয়।

“খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের লাশ ও দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।”   

ওসি বলেন, মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিল। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে।