মাগুরায় কবরস্থানের জমি নিয়ে বিরোধে যুবক খুন

মাগুরার এক গ্রামে কবরস্থানের জমির ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের কোপে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 03:24 PM
Updated : 17 August 2020, 03:24 PM

সোমবার সন্ধ্যায় মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের পিয়াদাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মাসুদ শেখ (৩৬) ওই গ্রামের ইসমাইল শেখের ছেলে। পেশায় একজন রিকশা ভ্যানচালক ছিলেন।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, আধিপত্য বিস্তার নিয়ে পেয়াদাপাড়ার গ্রাম্য মাতবর নুরু মিয়া এবং একই গ্রামের কালাম হোসেন মেম্বরের নেতৃত্বে দুই দল গ্রামবাসীর মধ্যে আগে থেকেই সামাজিক বিরোধ চলে আসছে।

“সম্প্রতি ওই গ্রামে কবরস্থানের জমি ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালাম মেম্বরের সমর্থকরা নুরু মিয়ার সমর্থক মাসুদ শেখকে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে।”

আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানায় পুলিশ।