মাদারীপুরে মাদক কারবারীর যাবজ্জীবন

মাদারীপুরে এক মাদক কারবারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 02:17 PM
Updated : 17 August 2020, 02:17 PM

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায়ে তাকে

২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আনিচ হাওলাদার (৩৭) সদর উপজেলার নয়াচর গ্রামের মৌজ আলী হাওলাদারের ছেলে। মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় মাদক বিক্রিতে জড়িত ছিলেন তিনি।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালের ২১ মে মাদারীপুর সদর থানার এসআই সুলতান মাহমুদ চরমুগরিয়ার খাদ্য গুদাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। এ সময় ৫০ বোতল ফেনসিডিলসহ আনিচ হাওলাদার (৩৭) এবং যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলামকে (৩৪) আটক করেন। এ ব্যাপারে পর দিন সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে মামলার এ রায় হল। দোষ প্রমাণ না হওয়ায় এমদাদুল ইসলামকে রায়ে খালাস দেওয়া হয়।

রায়ের আদেশ শুনে আদালতে উপস্থিত আনিচ হাওলাদার কান্নায় ভেঙে পড়েন জানিয়ে জজ কোর্টের পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, “আনিচ হাওলাদারের বিরুদ্ধে এ মামলা ছাড়াও প্রায় ৫০টি মামলা রয়েছে।”

এ রায়ের মাধ্যমে মাদক কারবারীদের জন্যে অশনিসংকেত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি।